মানুষ। তোরা এমন কেন?
আমি যখন কলম ধরি,
আমার পিছু ছুটিস কেন?
আমি যখন সত্য বলি,
মুখটি চেপে ধরিস কেন?
মানুষ। তোরা এমন কেন?
আমি যখন মিছিল করি
পাওনা টুকু চাইতে নামি।
পাও টেনে,  ধরিস কেন?
মানুষ তোরা এমন কেন?


আমি যখন লিখতে থাকি,
আমি যখন যুদ্ধ করি,
তোরা রামদা চাপাতি হাতে,
পেছন পেছন ছুটিস কেন?
মানুষ।তোরা এমন কেন?
সত্য শুনে ভয়ে কাঁপিস।
মিথ্যে -লোভে ডুবে থাকিস।
নিজের ঘরে আগুন জ্বালাস,
রক্ত সাগরে সাঁতার কাটিস।
বলতো মানুষ।তোরা এমন কেন?
আমি যখন শান্ত থাকি, নিজের ঘরে,
খোঁচা মেরে ঘাঁ করে দিস।
আবার যখন অস্ত্র হাতে ছুটি আমি।
আমায় তোরা স্যালুট করিস।