বললাম তো আমি যাবো না, যাবো না।
যাবো না। যাবো না।
এক চুলও সরবো না এ ভূমি থেকে।
আমি কেন যাবো কফিনে?
কি করবে  তুমি..................?
জলের ঘোলনায় ছেড়ে দিবে?
আবারো, ফিরে আসবো।আসিনি......?
বহু বার ফিরে এসেছি?
এশহর এনগর। সর্ষে  দিগন্ত থেকে..


বললাম তো আমি যাবো না। যাবো না।
এক বিন্দু সরবো না এ মাটি থেকে।
কি করবে তুমি?
রক্ত সাগরে ছুড়ে দেবে।
আবারো উঠে আসবো।
আসিনি বহুবার, এসেছি।


যখন মুখ বেঁধে দাও, কালো কাপড়ে।
যখন রক্ত নিয়ে তামাশ করো।উল্লাস করো।
আমি বুক পেতে দেই, তোমার তাক করা,
রাইফেলের দিকে।
আগুনের ফুলকির মতো  ছড়িয়ে পরি,
বিবেকের প্রতিটি  আঘাতে।


বললাম, তো আমি যাবো না।
যাবো না।
যাবো না।
আমি কেন যাবো কফিনে......?