শব্দে, কবিতার লাইনে
অথবা
পংক্তিতে।
আমি জন্মাতে চাইনি
 ভালোবাসা ফুল হয়ে ফুটতে চেয়েছি
 তোমার বুকে।রক্তজবার মতো।
একটি লাল রক্তজবা, সুডৌলা যৌবনার মাঝে
তুমি আমার শব্দ শুক্রায়ুতে গর্ভবতী হও,
প্রতিরাতে।প্রসব করো কবিতা  একেকটি
শব্দ ভেজা কবিতা।
 স্যাঁত স্যাঁতে
 বর্ণ থেকে বিন্দু বিসর্গ
তোমার কাব্যে জিয়োনো আমি
স্বপ্নের চৌকাঠ অতিক্রম করে  তোমাকে
স্পর্শ করতে চেয়েছি।
সোনালী রৌদ্রে হাটতে চেয়েছি জীবনের পথে
হাতে হাত রেখে।চোখে চোখ
তোমার কবিতার যাযাবর স্বপ্ন আমি
তোমার কাব্য থেকে মুক্তি দাও।
নাতিশীতোষ্ণ শব্দে
দাফন করো প্রতিদিন।প্রতিক্ষণে।