তুই আমাকে ভীষণ জ্বালাস,
সেই কবে  বিদায় হলি।
স্মৃতির পিছিল পথে হেঁটে হেঁটে
হোচট খেয়ে বিদায় দিলেম।
আবারো তুই ফিরে এলি।
দাঁড়া। তোকে বেঁধে রেখে আসবো
দূর পাহাড় চূড়ায়। রোদে পুড়ে ঝলসে যাবি।
বৃষ্টিতে তুই খয়ে যাবি।


আবারো তুই ফিরে এলি।
কেমন করে পথ চিনলি, তুই।
দাঁড়া এবার। রেখে আসবো সাগরের, ওপারে।
হাত পা নেই।সাঁতার জানিসনে।
পানিতে নামলে ডুবে মরবি।উতাল ঢেউ
ফেনা তুলে।কুল পাবিনে।


আবারো দেখি ফিরে এলি।
কেমন করে ?
দাঁড়া।এবার তোকে ফেলে দেবো। নিঝুম দ্বীপে।
সাপ আছে সাপ। বড় বড় সাপ।বিষধর সাপ।
ছোবলে তুই নীল হবি,সাপের বিষে।
যেমন আমি,তোর ছোবলে নীল হয়ে যাই।
গাঢ় নীল।

আবারো তুই ফিরে এলি।
কি চাস তুই আমার কাছে।
সেই কবে ছিন্ন হলি আমার থেকে।
কি আছে আর আমার কাছে।
শূন্য শূ্ন্য, শূন্য ছাড়া।