আমি তোমার পছন্দের এক খেলনা হবো।
কোন এক দুপুর বেলা তোমার সাথে খেলতে গিয়ে,
আমি এক ছোট্ট পুতুল তোমার হাতে- হাত হারাবো, পা খোয়াবো।
অবশেষে তোমার কাছেই ফেলনা হবো।
তবু আমি তোমার হাতের খেলনা হবো।


কোন এক ছোট্ট গাড়ি- চলবো আমি হর্ণ বাজিয়ে,
তোমাকে কেন্দ্র করে ঘুরবো যেন বৃত্ত দিয়ে।
কোন এক আকস্মাতে মারবে ছুড়ে, মেঝের পরে,
ভেঙ্গে আমি হাজার খানা খন্ড হবো।
তবু শুধু তোমারই হাতের খেলনা হবো।


বহুদিন পরে আমায় পাবে খুজে ঘরের কোণে,
পুরানো দিনের কথা হঠাৎ সেদিন পরবে মনে,
আদরে জড়িয়ে ধরে বুকে নিয়ে ঘুমাবে তখন।
আমি এক ভাঙ্গা খেলার সাথী- পরম ধন্য হবো।
আমি ঠিক এমনই এক খেলনা হবো।


সন্ধ্যা ৫:৩০
২৫/১১/১৪