অনেক দিন তোমায় দেখি না,
একবার তুমি দেখা দিবে বললেই,
মহাদেবের চেয়ে ঢের বেশি কিছু করে দিতে পারি,
সূর্যের গায়ে থুথু ছিটাতে পারি,
একটি চিৎকারে গুড়িয়ে দিতে পারি মেঘেদের ঘর বাড়ি,
একবার তুমি দেখা দিবে বললেই
বাশঝাঁড়ে জোছনার সেভিংস একাউন্ট খুলতে পারি,
লক্ষ কোঠি ঝিঁ ঝিঁ পোকা গিলে নিয়ে তা মধ্যদুপুরে উগড়ে দিতে পারি তোমার পায়ের কাছে,
একবার তুমি দেখা দিবে বললেই
গোলাপের লালে রাঙিয়ে দিতে পারি আলোকবর্ষ পথ,
বাক বাকুম বাক বাকুম শব্দে ভরিয়ে দিতে পারি পথঘাট, শহর,
কবেকার কোন ফোনালাপে একটি গোলাপ চেয়েছিলে,চেয়েছিলে এক জোড়া কবুতর।