জোছনা,
একবার নাগরিক জানলার ফাঁক গলে মেঝে তে লুটোপুটি খাবে বললেই,
আমি কবিতা লিখব না,
তোমায় দেখেই কাটিয়ে দিব দীর্ঘ রজনী।
উঁচু ল্যাম্পপোস্ট, নিয়নের আর্তনাদ, অষ্টাদশী প্রেমিকা সব ফেলে তোমাতেই নিমগ্ন রাত্রি কাটাব,
শুধু একবার,একবার এসে ছুঁয়ে দিয়ে যাও আমার পা-হাত-মুখমন্ডল।
আমি তোমার চুম্বনে সিক্ত হয়ে ঢের ভুলে যাব কোলাহল,
দেয়ালের ওপাশে যত বেদনার জল,বিষাদের নীল ক্ষত,
শুধু একটি রজনী দাও,
তুমি-আমি, অধর চুম্বনে কম্পিত।
একবার তুমি এলেই সব বলব,
মেঘ কে ফিরিয়ে দেওয়ার গল্প,বৃষ্টি কে অবজ্ঞা করার গল্প,
তোমার জন্যে লিখা কবিতা ঝিঁ ঝিঁ পোকাদের লুকিয়ে পড়ার গল্প,
নিকোটিনের ধোঁয়ায় টিকটিকি দলের বিরক্ত হওয়ার গল্প।
একদিন এলেই সব দেখাব,
ছেড়া কাগজে ছড়ানো ছিটানো নীল গল্পের প্লট,
শুধু একবার এসে দেখে যাও,
নীল মলাটের ডায়েরী তে হৃদয়ের সব স্ক্রিনশট।