মনে পড়ে,
নাটাই,ঘুড়ি,সেইসব দিনগুলা,
মাটির পরে বসেও কেমন আকাশমাঝে খেলা,
মনে পড়ে,
আমাদের শৈশব,
হতাশার রঙিন সুতোয় আশার ফুলের অবয়ব।
মনে পড়ে,
ধানক্ষেতের বুক ছিড়ে আমাদের ছুটে চলা,
শুকনো পাতা,ঝরা ফুল,সাধের বকুলতলা,
মনে পড়ে,
ছোট্ট ক্লাসরুম আর ভাঙা জানালা,
পাঠশালা পালিয়ে বিলের ধারে অলস বিকেলবেলা।