বর্ষায় অনুভব করি
বর্ষার হিমেল বাতাস, প্রথম বৃষ্টির গন্ধ।
রিমঝিম বৃষ্টির শব্দের মাঝে দারুন ছন্দ।  
বর্ষায় অনুভব করি
জানালা ধরে, তাকিয়ে বহু দূর দেখা।
ব্যস্ত রাস্তাঘাট বেশ ফাকা পড়ে থাকা ।
বর্ষায় অনুভব করি
বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসানো ।
ভাড়ি বর্ষায় দল বেধে মাঠে খেলানো ।  
বর্ষায় অনুভব করি
টিনের চালে বৃষ্টি পড়ার মধুর গান ।
গাছের ডাল দোলানো মনরম নাচন ।
বর্ষায় অনুভব করি
কাথা জড়ানো মিষ্টি ঘুমের দুপুর ।  
গুণ গুণ করে তোলা গানের সুর ।
বর্ষায় অনুভব করি
খিচুড়ি খাওয়া, মায়ের দক্ষ হাতে ।
চুমু দেওয়া, গরম চা বা কফিতে ।