তোমার লালচে ঠোঁট,মায়াজালে ভরা রূপের কথা ভেবে নয়!
ফুলের সৌন্দর্য,দূর নীহারিকার অপার রহস্য,
অথবা আজও সভ্যতায় টিকে থাকা পিঁপড়ার কথা ভেবে ভেবে
কাটুক না বিনিদ্র এই রজনী!
অমাবস্যা চাঁদের জোয়ার ভাটা,বজ্রপাতের আলোকছটা
অথবা কৃষ্ণগহ্বর ভেদ করে কল্পনার রাজ্যে নিজেকে হারিয়ে
আরেকটি সভ্যতা গড়ে তোলার চেষ্টায় কাটুক না বিনিদ্র এই রজনী!
ভূমিকম্প,সৌরঝড় বা নিউক্লিয়ার যুদ্ধে যদি বিলিন হয় মানব সভ্যতা
তবে মনে রেখো দূর মঙ্গলে আমাদের জয়গান লেখা হবে,
ঘুমপাড়ানির গান গাইবে আমাদের সন্তানেরা।
ওরা খেলবে রস কষ শিঙাড়া বুলবুলি! অথবা দাড়িয়াবান্ধা,
চুমুতে চুমুতে স্বর্গ সুখের আলাপনে ওরা গাইবে নতুন সকালের সেই গান!
যে গানে জেগে উঠে,মস্তিষ্ক,জেগে উঠে প্রাণ।
এই ভাবনার উদ্রেক জাগাতে,এবং জাগতে কাটুক না শত বিনিদ্র রজনী!
বিজ্ঞানময় আগামী হোক স্বপ্ন জয়ের সপ্তডিঙ্গা,প্রভাত ফেরীর গান।