নক্ষত্রের রুপোলী চাঁদের হলুদ জোছনাময়
নিগুঢ় রহস্য ঘেরা রাত কেটে যখন ভোর হয়
তখন মায়ায় ভরা এক আশ্চর্য সোনালী সকাল দেখি।
এ সকাল দেখব বলে,
একটি একটি করে হাজার রাত কেটে যায় আমার।
হে ভোরের সোনালী সূর্য
তোমার প্রতীক্ষার প্রহর গুনে বিনিদ্র চাতকিনী।
কদমের ডালে ডালে ডাকে ডাহুকের দল,
দোয়েল নেমে আসে রোদ ঠিকরে পড়া উঠোনে।
জল জোছনার ঘাটে পারাপারের অপেক্ষায় আগুন্তক
সোনালী রোদ্দুর গায়ে মেখে ঐ আসে সোনা মাঝি।