ইট পাথরের জঞ্জালের শহরে আজো কারো প্রিয় হতে পারিনি।
না কারো প্রেমিক,না কারো ভরসার প্রতীক।
না নেতার বিশ্বস্ত কর্মী বা কর্মীর প্রিয়ভাজন,
ক্ষণিকের এই স্বার্থপরতার শহরে কে কার প্রিয়জন?
ততোটা রোম্যান্টিক হতে পারিনি,তৈলমর্দনেও পরিপক্ষ নই,
আপনজন হতে হলে কথার প্রবঞ্চনা,মিথ্যের বেশাতি,জাদু মন্ত্রণায় পারদর্শী হতে হয়।
হতে হয় অনেক টাকা বা খ্যাতির কাঙাল,আভিজাত্যের প্রাচুর্যে ভরপুর,
অভিনয়ে আমি তাদের মতো নই।
হয়তো তারা কেউ আমার মতো নয়,