ইট কংক্রিটের এই শহরের প্রতিটি ইঞ্চি জমিন স্বাক্ষী থাকুক!
স্বাক্ষী থাকুক ভোরের পাখি,
স্বাক্ষী থাকুক পাশের বেলকনিতে দাঁড়িয়ে থাকা উর্বশীর রক্তাভা ঠোঁটের স্ফীত হাসির অদ্ভুত রহস্যেঘেরা বিকেল,
না বলা কথার শত ব্যাথা নিয়ে আমি আজও কাউকে বলতে পারিনি আই লাভ ইউ।
হয়তো বলার সময় হয়নি অথবা হয়েছিল আমিই বুঝিনি!
সময়ের বাহুডোরে এভাবেই কী হারিয়ে যাবে সময়?
কালের এই যান্ত্রিক কলে কী বইবে না বসন্তের সুবাতাস?
আমি এখনো কারো প্রতীক্ষায় পথ চেয়ে থাকি।
শহরের পিচঢালা রাজপথ মাড়িয়ে কেউ এসে বলুক তোমাকে ভালোবাসি!
ভালোবাসা নামের চার অক্ষরের শব্দটি বেঁচে থাকুক শতাব্দী পেড়িয়ে মহাকাল
আমি আমৃত্যু কারো অপেক্ষায় চেয়ে থাকবো!
চেয়ে আছি পথ কেউ এসে একবার বলুক আই লাভ ইউ