কোনো এক মধ্যরাতে গল্প বলার ছলে তোমাকে নিয়ে লিখা কবিতাগুলো এখন আর পড়ি না।
কবিতায় প্রেম,বিরহ আছে
না বলা সব গল্পের কী এক জাদুকরী মায়া আছে।
এ মায়া বড় মায়া, এ মায়ায় চোখ ছলছল করে,
দাউ দাউ করে বুক জ্বলে,হৃদয় পুড়ে।
এ মায়ায় মরার আগে অনেকেই মরে!
মানুষ চাঁদের রূপে মুগ্ধ হয়ে সূর্যকে ভুলে যায়,
অথচ চাঁদের কোনো নিজস্ব আলো নেই।
কোনো এক বিধ্বস্ত শহরের ভাঙা কাঁচের টুকরায়
তোমার মুখ দেখি।
তুমি ঝড়ে পড়া আয়নায় মুখ লুকিয়ে আমার সর্বাঙ্গ বিধৌত করো,
আমি কামসুখে বিভোর হয়ে গোপন সুতোর নাটাই ধরে
ঐ নীল আকাশে মেঘের সাথে খেলি!