কোনো এক পরন্ত বিকেলে
এই দুঃসহ যানজটের সমস্ত ব্যস্ততা এড়িয়ে।
টিএসসির সড়ক দ্বীপের ফুল কুড়ানো ছোট্ট শেফালির সমস্ত গোলাপ নিয়ে কেউ একজন আসবে।
অপেক্ষায় আছি
বৈশাখের শাড়ি,লাল চুড়ি,খোঁপায় বাঁধা শিউলি,
সলজ্জ কোনো এক কুমারীর।
অতঃপর
মেট্রোর ভীড় ঠেলে চুপি চুপি বলবে আই লাভ ইউ!
তখন লজ্জায় লাল আড়ষ্ট গাল,
কোনো এক দুষ্ট পাপারাজ্জির ক্যামেরা হঠাৎ ঝলসে উঠবে।
স্ফীত হাসির ছবি দিয়ে পরেরদিন পত্রিকায় নিউজ হবে
মেট্রোতে তরুণীর প্রেম নিবেদন!
পৃথিবীর সমস্ত ভয়,লজ্জা,সংশয় উবে যাক প্রেমের জোয়ারে,
মেট্রোতেও প্রেম হোক,
হোক ফুল দেওয়ানেওয়া।
প্রেম হোক অপেক্ষমান প্লাটফর্মে!
আমি চাই শাহবাগ,টিএসসির সমস্ত ফুল খুঁজে নিক  মুষ্টিবদ্ধ বিশ্বস্ত প্রেমের হাত।
তোমাদের প্রেম হোক এই ব্যস্ত শহরের সদা তটস্থ মেট্রোতে।
আমি চাই মেট্রোতেও প্রেম হোক।