এ মুখগুলো আমার চেনা
যেন আজন্ম আরাধনার সোনালী ফসল,
মায়ায় ভরা মুগ্ধতা ছড়ানো এই চোখ,এই হাসি আমার বড় বেশি চেনা।
এরা কেউ স্বজন,বন্ধু অথবা দুর্জন
যদিও ওরা আমায় দেখে ভিন্ন চোখে,ভিন্ন রূপে।
ওরা আমাকে নিয়ে ভাবে,ভাবায়,
সবচেয়ে অযোগ্য পুরুষের তালিকায় সবার আগে সম্ভবত আমার নামটিই ওরা উচ্চারণ করে।
এ মুখগুলো আমার চেনা,
ওরা কেউ চিনুক আর না চিনুক
কেউ জানুক আর না জানুক
কেউ বুঝুক আর না বুঝুক,
আমি আমাকে চিনি,জানি ও বুঝি।
আমার হৃদয় কারো মন জয় করুক আর না করুক
কেউ ভালোবাসুক আর না বাসুক
আমি বিচ্ছিন্নতাবোধে প্রেমাশক্ত!
আমি হৃদয় নিঃস্বরিত প্রেমের ফেরিওয়ালা।
প্রেম ও প্রেমিত বোধ আমাকে কাঁদায়,হাসায় ভাসায়,
এ মুখগুলো আমার চেনা
যেন আজন্ম আরাধনার এক সোনালী ফসল