নিঃসঙ্গ কবিতার উৎকৃষ্ট উপকরণ তুমি।
উদ্ভিদের প্রাণ আছে অথচ বেদনা নেই
যদিও বা বেদনা আছে প্রকাশের মাধ্যম নেই!
ঠিক যেমন আমার আমি আছি,অথচ তুমি নেই।
আকাশের বিশালতা অসীম কিন্তু রঙ নেই,
যদিও সব আছে আগের মতোই,শূন্যতা কেবল তুমিই।
সকালের মিষ্টি রোদ,পাখির গান,হিম বাতাস,কৃষকের হাসিতে সব জাজ্বল্যমান,
অথচ তোমার শূন্যতায় যেন সব ম্রিয়মাণ।
শিল্পীর তুলিতে আঁকা বালুচরে শরতের কাশফুল আছে
ঘাটের মাঝি,মাঠভরা আউস ধানের সোনালি ঢেউ আছে।
বর্ষায় শালিকের জলকেলি,কিশোরের দুরন্ত প্রেম,লাল ফুল আছে,
যা থাকার কথা ছিল না তাও আছে।
অথচ যা থাকার কথা তাই নেই,
আমার তুমি নেই, অথবা তোমার আমি, আমরা কেউ কারুর কাছেই নেই।
কেন নেই,না থাকার কোন মানে আছে কি?