ভালোবাসার নিবিড় আলিঙ্গনে কেউ একজন বলুক,কেমন আছ?
কেউ একজন বলুক,বড্ড শুকিয়ে যাচ্ছ তুমি।
কেউ একজন মাথায় হাত রেখে আলতো ছুঁয়ে দিলেই আমি খুশি!
অনন্ত কেউ একজন বলুক,নিজের প্রতি যত্ন নিও,
ভালোবাসার স্নিগ্ধ হাসিতে শিশির সিক্ত ভোরে
জানালা খুলে এক কাপ চা দিয়ে বলুক,উঠো আর কতো ঘুমুবে?
আলতো স্পর্শে ভালোবাসার প্রশান্তি বুলিয়ে কেউ একজন বলুক,
চলো ঘুরে আসি গহীন অরণ্যে,
আজও একজনের অপেক্ষায় প্রহর গুনি,
রাত কাটে অশান্ত এক অস্থির অজানায়।
প্রহর আসে এক দুর্নিবার নতুন আকাঙ্ক্ষায়!
শিহরিত এক উচ্ছল প্রাণে সেই কবেই তো বসন্ত এসেছে!
কেউ একজনের অপেক্ষায় উদাস মন চেয়ে আছে,
ঠোঁটে গাড় লিপস্টিক,বেণীবাঁধা চুল,মহমায়ায় আবিষ্ট মন।
লাজুক হাসির উচ্ছ্বসিত এক সুনয়না
জাপটে ধরুক ঘুম কাতুরে এক অবেলায়।
তখন আকাশজুড়ে বৃষ্টি নামুক।
অভিমানী মেঘ কন্যা চোখের জলে ভিজিয়ে দিক শরতের শুভ্র কাশ ফুল,
ঝিরিঝিরি বৃষ্টির সুরেলা আবাহনে আনমনে নেচে উঠুক মন
আমার বুক হোক তাঁর খাট,আমার বাহু হোক তাঁর বালিশ
আমার অভিমানী চোখের জল হোক তাঁর ঝরনা ধারা।
তবুও কেউ একজন শাসনের সুরে বলুক,তুমি ইদানীং বড্ড শুকিয়ে যাচ্ছ।
কেউ একজন উদোম শরীরে ভালোবাসার পরশ বুলিয়ে
মিষ্টি হাসির গল্পে গল্পে কাটিয়ে দিক রাতের পর রাত।
তখন আকাশজুড়ে বৃষ্টি নামুক।