অভিমানে একদিন চলে যাবো
বহুদূর।
ছেড়ে দেব এ গ্রাম,নগর কোলাহলের জনপদ,
চির অভিমানের কালঘুমে সত্যি সত্যি একদিন হারিয়ে যাবো।
স্বজন বা প্রিয়জন শত্রু অথবা বন্ধুর ডাকে ফিরব না,
দেখব না পত্র পল্লবে ডানামেলা প্রজাপতি।
সকালের শিশিরে ঠিকরে পড়া ঝলমলে রোদ,
ধানের শীষে পোকা খাওয়া পাখিদের কিচিরমিচির।
মৃদু বাতাসে দোলখেলা গাঙ্গের টলমটলে পানির উপরে ভেসে বেড়ানো গাঙচিলের দল।
সত্যি একদিন হারিয়ে যাবো,দূরে বহুদূরে,
শুনবো না মসজিদ হতে ভেসে আসা মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি।
গহনকালের দহনে পুড়তে পুড়তে হয়তো আবারও একদিন ফিরে আসবো তোমাদের স্মৃতির কোঠরে,
আহ অভিমান! কি নিরব এ অভিমান।