আঁধারের মেঘ কেটে ঐ আলোর রেখা জাগছে
ফুলকুঁড়ি ফুটছে ঐ ফুটছে
কারা যেন মৃদু পায় শিকল ছিঁড়ে দুরন্ত বেগে ছুটছে
ফুলকুঁড়ি ফুটছে ঐ ফুটছে
সীমান্ত ঘেরা ঐ দিগন্ত রেখা
মিথ্যার আবরণে সত্য ঢাকা
কাঁদছে মানুষ হাসছে পশু,নবতর ডাক আসছে
ফুলকুঁড়ি ফুটছে ঐ ফুটছে
এ ডাক বহু পুরনো,যুগে যুগে শত মনীষীর
হেরেছে সেকেল,গড়েছে সভ্যতা শত বীর
ফুলকুঁড়ি ফুটছে ঐ ফুটছে
আঁধারের মেঘ কেটে ঐ আলোর রেখা জাগছে।