আকাশ ছুব বলে স্বপ্নের বীজ বুনেছি
নিত্য সে বীজে নিখুঁত পরিচর্যা
সজিব গুল্মলতা পল্লব ছায়ায় পূর্ণ কোলাহল
পশ্চিমের নীল দিগন্ত সীমারেখায় বর্ণিল আভা
উর্বশী কবিতার স্বপ্নের ফুলশয্যায় সামাজিকতার বেড়ি
তবুও ওখানে স্বপ্নের চাষ হয়
সন্তান উৎপাদনের খামারে ওরা নির্জীব
বন্দুকের নল ক্ষমতার উৎস ধর্মও পরম্পরায়
বন্ধুত্বের দোহায় দিয়ে সব খাবলে খাবার প্রতারণা
কাঁটাতারে ঝোলা স্বদেশীর লাশ
উর্বর রবি শস্যর মাঠ কংক্রিটের দেয়ালে
চটকদার বিজ্ঞাপনে বিনষ্ট ভূমি
ব্যর্থ এ পৃথিবীর দোর্দণ্ড প্রতাপশালী শাসকের হুঙ্কার
পদদলিত গণতন্ত্রে রাজতন্ত্রের ছায়ায় শরিয়ার প্রসার
তবুও স্বপ্নের বীজে সুপ্ত অঙ্কুরগদমের প্রত্যাশায়
উদিত সূর্যের প্রতি বিনতি আহ্বান


সমাপ্তঃ ২৮/০৬/২০১৫ সকাল ৬,০০
ঢাকা বাংলাদেশ