আমি এসেছি বহুদূর থেকে,আমার পূর্ব পুরুষ
হয়তো বহু নদী মাড়িয়ে,শত পাহাড় পেড়িয়ে,
উত্তাল সাগর পাড়ি দিয়ে একদা এসেছিল এই বাংলায়।
হয়তো আমার পূর্ব পুরুষের অস্তিত্ব আজও আছে তাসমানিয়ার ওপারে,হালাকু খান,তৈমুর লং অথবা ককেশীয় সভ্যতার সাদা মানুষের ভিড়ে।
পূর্ব,বা পশ্চিম,উত্তর সাইবেরিয়া থেকে মেসোপটেমিয়া বা লোহিত সাগরের পাড় থেকে আমি একদা এসেছিলাম এই বাংলায়।
আমি ধন্য আজ আমি বাঙালি,
আমার অস্তিত্ব,আমার সংস্কৃতি ছাপ্পান হাজার বর্গমাইল ছাড়িয়ে আজ বিশ্বময়।
অটোয়া থেকে সাউথ ওয়েলস,মৌরিসাস থেকে বার্লিন,
উচ্চারিত হয় রবীন্দ্র,নজরুল,জীবনানন্দ,বুদ্ধদেব
আমি বঙ্গোপসাগর থেকে ছুটে চলি বিশ্বচরাচর।
লালন,হাছন,জয়নুল,শাহ আবদুল করিমের সুরে সুরে জেগে উঠে বাংলা।
আমি বাঙালি এ আমার পরম আত্মপরিচয়,
আমি না ধনী, না গরিব!
না হিন্দু,না মুসলিম।
আমি মানুষ,আমি বাঙালি।
এ আমার প্রথম পরিচয়,