সাজানো ঘরে স্বপ্নরা বেড়ে ওঠে,
বেড়ে ওঠে প্রজন্ম, গড়ে তোলে মায়াজালের সংসার।
মায়ার জঞ্জালে পূর্ণ এ ঘরে হঠাৎ আঁচড়ে পড়ে ক্ষেপণাস্ত্র!
মুহুর্তে বিষাদের কাল ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ,
অমাবস্যার মধ্যরাতে আকাশের চাঁদ যখন কালঘুমে
সাঁজোয়া পদাতিক তুমুল গর্জনে রাইফেল,কামান সমেত ছুটে চলে।
ওরা গড়তে নয় ভাঙ্গতে আসে,
বাঁচাতে নয় মারতে আসে।
ওরা কাড়ে শিশুর উদ্যোম হাসি,মায়ার বন্ধন
ভূমিহীন করে বানায় শরনার্থী।
তোমরা একে যুদ্ধ বলে নিন্দা জানিয়ে কর্তব্য পালন করো,
ওরা অস্ত্র বিক্রির ডলারে আধিপত্য কায়েম করে সভ্যতা ধ্বংসের খেলায় মাতে।
সাজানো ফুলের বাগানে বাংকার খুঁড়ে ক্ষতবিক্ষত করো আমাদের স্বপ্ন,
আমাদের বেঁচে থাকার সম্বল, আমাদের ঘর স্বজন।
কোলের শিশু ভয়ার্ত শব্দে যখন জেগে ওঠে
তখন ঈশ্বরের কাছে ঘৃণার নালিশ জানায়।
বেকুব ঈশ্বর নীরবতার ভং ধরে ঊর্ধ্ব গগণে বসে শান্তির গান শুনিয়ে আমাদের আফিমে মজিয়ে রাখে,