নিয়তির দংশনে সুখ আজ অনশনে
বুক পোড়া হাহাকার  জমে মন জংশনে।
.
এ জীবন যাতনায়, কাটে বেলা কান্নায়
ঘটে যাওয়া অঘটনে বেঁচে থাকি ঘেন্নায়।
.
নেই মেধা বিন্দু,  খাটি তাই সিন্দু
রুপচাদা মাছটা এইখানে চান্দু।
.
মনপাখি মরে যায়, নেই লোক জানাযায়
কালোরঙা আকাশে লাশ শুধু তড়পায়।
.
এইখেলা থামাবার সাধ্যটা আছে কার!
রাত-দিন হরদম করে যাই চিৎকার।
.
কতজলে কত নদ কত হয় খাল-বিল!
কত সুখ কেড়ে খেলে সুখ পাবে গাঙচিল!