জীবনের ক্যানভাসে কারো ছবি রঙচঙা,
নিয়তির তুলিটানে কারো হবে মনভাঙা।
কেউ পাবে মেঘহীন নীলাকাশ অমলিন,
কারো মনে বৈশাখী হানা দেবে প্রতিদিন।
কাড়ো কারো কপালে রাজটিকা থাকবেই,
নিয়তির দংশনে কেউ কেউ কাঁদবেই।
কেউ রোজ জীবনের সুখ গুনে হয়রান,
কেউ হবে বেদনার দংশনে পেরেশান।
কেউ নেবে দুর্বার বুকে থাকা কুয়াশা,
কারো মনে আজীবন বেদনার ধুয়াশা।
পাখিদের কাকলিতে কেউ সুখ খোঁজবে,
কেউ কেউ নিজগানে নিঃস্বতা বুঝবে।
এইসব সুখ-দুখ বহতার দুইপাড়,
কেউ পাবে পলিসুখ কেউ ভেঙে ছারখার।