মৃত্যুর সময় অসময় বলে কিছু নেই
পাকড়াও করতে পারে যে কোন সময়।


তবু মানুষের দীর্ঘদিন বাঁচার ইচ্ছে থাকে,
সেটা আমারো আছে।


আমি আরো বেশ কিছু দিন বাঁচতে চাই
আমার ছোট মিষ্টি কন্যার জন্য
যে স্বয়ং একটি মহাকাব্য।


আমার পুত্র সন্তানের জন্য
যে স্বয়ং একটি ইতিহাসের দলিল।


আমার বড় কন্যার জন্য
যে স্বয়ং একটি সাহিত্যের ন্যারেটিভ।


আমাকে বাঁচতে হবে আরো কয়েকটি বছর
তার জন্য যে আমাকে বাঁচায় ক্ষণে ক্ষণে
সে আমার প্রিয়ংবদা
যার বিশ্বস্ত হাতে তুলে দিয়েছি
আমার হৃদয়।


আমি না বাঁচলে যার চোখের জল মুছে দেওয়ার কেউ নেই
তার-ই জন্য।


আমি বাঁচতে চাই আরো বহুকাল
জীবনে সাধ -
বহু কালের কত বই পড়া হয়ে ওঠেনি।


মনের মধ্যে জেগে ওঠা কত কথা
কবিতা হয়ে ওঠেনি।
আরো কমপক্ষে হাজার খানেক কবিতা লেখার জন্য।


কিছু কথা জমে আছে
যা গল্প হয়ে ওঠেনি -
গল্প লেখার জন্য
কত পাখির গান শুনা বাকী আছে
পাখির কলকাকলিতে
হৃদয় ভরিয়ে দেবার জন্য।


আমার প্রিয়তমা মা'র খোঁজ নেওয়ার জন্য
মিষ্টি সুরে শুনার জন্য
ব্যাটা, ও ব্যাটা তুই ক্যামন আছিস।


আমার ক'জন প্রিয় ভাই ও বোনের জন্য
যাদের কাছ থেকে শিখেছি কবিতা লেখা
যাদের কাছে পেয়েছি শুভ্র শাদা আকাশ।


অবশেষে তাদের জন্য আরো কিছু কাল বাঁচতে চাই
মাঠের কৃষক,
রাস্তার ফেরিওয়ালা,
মোড়ের দোকানের দোকানী,
দিনরাত শ্রম দেওয়া শ্রমিকের জন্য।


যারা আমাকে আশীর্বাদ করে
ক্ষণে ক্ষণে
জড়িয়ে ধরে বলে বাবা
ক্যামন আছো?
শরীরটা ভালো তো!


আমি বাঁচতে চাই
মানুষের জন্য
চরম হতাশায় মানুষ-ই আমাকে
আশ্রয় দেয়।


দুখের সাগরে ভাসি যখন
তখন মানুষ-ই আমাকে
হাত বাড়িয়ে দেয়।


আমি মানুষের জন্য
মানুষের মাঝে
আরো কিছুদিন বাঁচতে চাই
এ আমার আজন্ম বাসনা।


©Md Abdul Hafiz
২০২৩১০১২
বিপিএল