বাংলা লতিফা - ৫৬


বসন্তদিন তার প্রস্থানী গান গায়/
কোকিলের কুহুরব দূরে কোথায় মিলিয়ে যায় সিঁদুরে মেঘ দেখে।/
আমার জীবনের বসন্তদিনও শেষপ্রায় /
কোকিলকণ্ঠী প্রেয়সী তার গান থামিয়ে দিয়েছে
বৈশাখী তান্ডবের ভয়ে।/
বসন্তদিন চলে গেলে, কেউ কাছে থাকেনা /
থাকেনা কেহই, কেন?/

#বেনাপোল
২০ চৈত্র,১৪২৪