ঝুম বৃষ্টি, অদ্ভুত সৃষ্টি
সুন্দর বরষা , অবিরাম ধারা
মনে জাগে বিরহ কেবল
বিরহের মাঝেই
বেঁচে থাকার ভরসা ।
ঝুম বৃষ্টি সৌম্য দৃষ্টি
টিনের চালে চঞ্চল চলা
জাগরণে অকারণে
প্রিয়তমার কানে কানে
প্রেমের কথা বলা ।
বর্ষণ , বাড়ে আকর্ষণ
কী এক অদ্ভুত প্রেম দর্শন
রিমঝিম শব্দে রাতের নৈশব্দে
কবিতার বাড়াবাড়ি
কে যেন ডেকে বলে
এসো চটজলদি বদ্ধ ঘর ছাড়ি ।
প্রেম , বিরহ
ভালোবাসা , ভালোলাগা সবকিছু এখানে
এসো , এসো ভালোবাসার কাব্য গাঁথি কানে কানে ।
বৃক্ষ শাখে কাব্য অনবদ্য
নিরব প্রেমের সরব গদ্য
মনে আনে স্বস্তি নিরন্তর
দেহে প্রশান্তি-অন্তর ভাবান্তর ।
বর্ষণ , প্রেমের করুণা রসে সিক্ত
প্রশান্তির ছোঁয়ায় অশান্ত মন
ভালোবাসায় ভরে প্রাণ
পূর্ণ হয় এ জীবন
তবু যেন প্রাণের আকুতি
দু'হাত অবশেষে রিক্ত ।


বেনাপোল
২৭/০৬/২০১৫
রাত ১:১২