#চাঁপাইনবাবগঞ্জ


চাঁপাইয়ে
চা-এ চালতা নেই
আছে আম,
পা- এ পাহাড় নেই
আছে পর্বতসম সুনাম।
ই - এ ইয়া নেই
আছে মানবপ্রেম।
ন-এ
সর্বদা নতুন
ব-এ বাম
অন্য ব- এ আছে
বদান্যতা অনুপম।
গঞ্জ- এ গ্যানজাম নেই
আছে নানা নাতীর প্রেম
যেমন রাঁধা ও শ্যাম।
অভাব আছে
তবু ভালো স্বভাব
হামরা দেখাই না
রাজনৈতিক প্রভাব।
নদী আছে, প্রিয় নদী
কলকলিয়ে চলে
নাম তার মহানন্দা
কত কথা বলে।
নবাবের মিষ্টি আছে
নবাবী স্বাদ
মানুষে মানুষে প্রেম আছে
আছে কম খাদ।
গৌড়ে সোনা মসজিদ আছে
সোনা নাই, দানা আছে
ভাতের নাই অভাব।
হামরা রোজ খাই কালাইয়ের রুটি
রুটি খেয়ে
মজা পেয়ে
সবে মিলে
হেসে কুটিকুটি।
খিদে পেলে হাসি খাই
হাসি দিয়ে পেট ভরাই।
হামারঘে অভ্যেস আছে
করি না কভু খাইখাই।
ও ভাই ম্যালা কথা কহ্যাছি
এখন হামি যাই।


কৃতজ্ঞতাঃ কবি vaskor Vashkar Chowdhury।। চাঁপাই নিয়ে কোন একটা কবিতা আমাকে অনুপ্রাণিত করেছিল।


©Md Abdul Hafiz