শব্দের পসরা সাজিয়ে বসে আছি
কবিতা লিখব  বলে
ভরদুপুর গড়িয়ে অবশেষে এলো
গভীর রাত।


রাতের নিস্তব্ধতা ছাড়া আর কেউ নেই এখানে,
শুনশান নিস্তব্ধতা  ভেঙ্গে গুড়িয়ে দিল
ভয়ানক শীলাবৃষ্টি, ফুটো টিনের চালা, জীর্নদশা ঘর।


তছনছ করে গেল
ওলটপালট হলো ঘরের তৈজসপত্রও
রান্নার রসদ উড়ে গেছে ঘূর্ণনক্ষম বায়ে
আরো ওড়ে গেল তিলতিল করে জমিয়ে রাখা লালনীল পদাবলী
প্রবল বাতাসে কেড়ে নিয়ে গেল বেঁচে  থাকার শেষ প্রত্যাশা।


ও নীরব ঘাতকের মতো ছিন্নভিন্ন করে গেল মানব হৃদয়
রুষ্ঠ ও পাগলাটে বাতাস,  ফন্দিফিকির করে অবশেষে হলো শান্ত ও নীরব
কফিনের ভেতর আত্মাহীন লাশের মতো।


#বেনাপোল
০৮ চৈত্র ১৪২৪
০৬/০৪/২০১৮