সুষ্মিতা , চলো যাই
এ শহরের অন্ধকার ছেড়ে
এখানে ঝলমলে আলোর ভেতরে শুধুই একরাশ অন্ধকার ও
যত্রতত্র খানা খন্দের মতো
সর্বাঙ্গে দগদগে ঘা ।
চলো , চলে যাই
এ নিষ্ঠুর শহর ছেড়ে , কোন এক গাঁয়ে
যেখানে একরাশ অন্ধকারেও আছে
আলোর ঝলকানি , যেখানে নেই জীবনের নগ্ন মূর্তি
যেখানে আছে মানুষের মাঝে অজেয় বিশ্বাস
শৈলীর দ্বন্দ্ব নেই , আছে কাব্যভাষা
যেখানে আছে স্বপ্ন দেখার অধিকার
আছে বিগলিত করুণা
আছে মানুষ হওয়ার উপাদান
যেখানে অশ্রু বেয়ে পড়ে
মানুষের কষ্টে , আছে বাঁচার কলতান !
সুষ্মিতা , চলো চলে যাই
এ নিষ্ঠুর শহর ছেড়ে --------- !


বেনাপোল , যশোর
২২/০৫/২০১৭