এক.
কবিতা গেছে নির্বাসনে
শব্দেরা তাই হাওয়াই ওড়ে
ছন্দ মিলাই দ্বন্দ্বের রণে  
কবি কাঁপে মাঘের জাড়ে।


দুই.
মাঘের ভয়ে বাঘ পালাই
গরিব মরে জাড়ের জ্বালাই
ধনিক শ্রেণি বাজাই সানাই  
জোছনার সনে ভাব নাই।


শান্তি ঘর
বেনাপোল
১৮/০১/২০১৮