ভাদ্রের তালপাকা গরম যখন ধেয়ে আসে দশদিকে
তখন অপেক্ষার প্রহর গুণি বৃষ্টির রূপালি জলের ।


শরতের বুকচিরে
কালো অন্ধকার মেঘের দাপট ভালো লাগেনা মোটেই !
ধবল কোমল মেঘেরা হারিয়ে যায়
রাতের অন্ধকারের মতো কালো মেঘের ছায়ে
মিয়ানমারের হন্তারক বাহিনীর ন্যায় ।


তখন বুকের ভেতরে চিনচিনে ব্যথা হয়
ধবল কাশবন ছুটতে থাকে দ্বিগ্বিদিক
রোহিঙ্গা শরনার্থীদের মতো মাথা নিচু হয়ে যায় ।


ঋতুর পালাবদলে
মিয়ানমারের জাতিগত সহিংসতার
চিত্র ফুটে উঠে ।


প্রভাবশালী গরম হাওয়া বছর জুড়েই বয়ে যায়
শীতের ঐতিহ্য হরণ করে দেহ ঘর্মাক্ত করে দেয়
নোবেল বিজয়ী সুচির হন্তারক সরকারের ভূমিকায় ।


বেনাপোল
১১/২০১৭