স্বযত্নে লাগানো ও ভালোবাসার স্পর্শে, রক্ত ঝরানো স্নেহ - ভালোবাসায় বড় করা একটি গাছ। গাছের সু্স্বাদু ফলে তরতাজা ও পরিপুষ্ট বাঙ্গালীর প্রাণ। স্বভাবগতভাবে স্বার্থপর বাঙ্গাল গাছটির ফল না পেয়ে ডালপালা কেটে বিক্রি করে, গাছটিকে নাঙ্গা করে দিলো।
এখন তো অবশিষ্ট বলতে শুধুই লম্বা শাখাপ্রশাখা বিহীন একটি নাঙ্গা গাছ।
গাছটিতে বছরে দু'একবার পানি দেওয়া হয় এতটা বেশি, গাছটি সর্দিজ্বরে ভোগে সারাবছরই!
কেউ কেউ আবার রাতে গাছের গোড়া কেটে দিনে জল ঢালা শুরু করেছে। ফলে গাছটি ভয়াবহ সান্নিপাতিক জ্বরে আক্রান্ত হয়েছে।


কে জানে?
গাছটির আয়ু আর কতদিন!
এখনো সময় আছে, গাছটিকে বাঁচাও!


#বেনাপোল
২৫/০৩/২০১৮