প্রিয়তমা
পচা পানভান্ডারের পান থাকতে ভাবনা কেন?
নামীদামী ব্রান্ডের লিপিস্টক নাইবা কিনতে পারলাম।


ইলিশের কিবা প্রয়োজন
যদি থাকে ভিটামিন এ সমৃদ্ধ ইছামতির মায়ামাছ।


ভোর বেলায় মায়ামাছের ঝোল আর ডায়াবেটিস প্রতিরোধক কাঁচাঝাল দিয়েই
শুরু হোক আমাদের বৈশাখী আমোদ!


তবে, যদি দেখি-
আবাল বৃদ্ধ বনিতাদের অভূক্ত একজনওঃ
আমার পান্তার সাথে মায়ামাছের ঝোল
অথবা প্রতিদিনের রুটিনমাফিক খাবারের থাল
তুলে দেব তার হাতে।


সমস্ত নীল বিষাদ মিলিয়ে যাবে একনিমিষেই
আর আমি তোমার আনন্দিত মহোময় মুখপানে চেয়েই না হয় কাটাব সারা বৈশাখ।


এসো প্রিয়তমা, আজ থেকেই সংকল্পবদ্ধ হই
আমার, তোমার ও আমাদের সন্তানদের
প্রতিদিন কম খাওয়াই একগাল করে,
আর তুলে দিই অবশিষ্টাংশ অভূক্ত মানুষের মুখে রোজরোজ।


#বেনাপোল
৩ বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ
১৬/০৪/২০১৮ খ্রিষ্টাব্দ