কয়েকদিনের বাদল ধারা
চলমান সভ্যতায় কিছুটা ব্যাঘাত ঘটিয়েছিল বটে
তবে রাস্তায় পানি বা কাদা জমে নি।
রাস্তাটি বেশ ভালোই ছিল
পিচ ঢালা রাস্তা ছিলো তো!
হঠাৎ-ই
রাস্তার পাশের জমে থাকা কাদা
হাঁটতে হাঁটতে আমার পায়ের তলে এলো
আমি পিছলে পড়ে গেলাম।
হাঁটুর ভরে পড়েছিলাম
তাই বেশ সুন্দর ও নম্র ব্যথা পেলাম।
উঠে হাঁটা শুরু করলাম
তবে রাস্তা নয়, পথে
নিজ গন্তব্যকে আমি পথ বলে থাকি।
পথের মাঝে ঘুমিয়ে পড়েছিলাম
আশ্চর্য স্বপ্নের মধ্যে আচ্ছন্ন আমি
দেখলাম একটি কুকুর শুধু নড়েই চলেছে।
বুঝলাম কুকুরের লেজ কুকুরটিকে নড়াচ্ছে।
গভীর ঘুমের স্বপ্নগুলো এমন যে
বিচ্ছিন্নভাবে অনেক ঘটনা ঘটে মূহুর্তেই,
হঠাৎ এক আম বাগানে প্রবেশ
সেখানে আমগাছে গুড়ের চাকি ঝুলছে।
ঘুম ভেঙ্গে গেল
আমার পথ ছিল এক সবজির দোকানের দিকে
সেখানে জ্বালানি তেলের মুল্য বৃদ্ধিতে
মিষ্টি কুমড়ার দাম
কেজি প্রতি দশ টাকা বৃদ্ধি হয়েছে।
হিসাব মেলাতে পারছিনা কিছুতেই।
জীবনে যা গণিত শিখেছিলাম
যোগ-বিয়োগ, গুণ-ভাগ
মনে হলো সব-ই ভুল শিখেছি।
দ্বি ঘাত সমীকরণের ধাক্কা খেলাম।
গণিতের শাখা অনেক
তার সাথে যুক্ত হয়েছে বাটপারি
এটা অজ্ঞাত ছিল।


© মোঃ আব্দুল হাফিজ
বে........না......পো......ল


২৪/০৮/২০২২