ফাগুনের প্রথমদিনের সাথে হ্যান্ডশেক করে রাত এলো
দিনের ফাগুন! তা-তো সুন্দর
প্রকৃতি সাজে নানা সাজে, নানান রঙ্গে
ফুলের সৌন্দর্য ও সৌরভ তাড়িয়ে বেড়ায় সব ওয়াসওয়াসিল খান্নাস।
রাত, ফাগুনের রাত
ভেবেছো কি প্রিয়তমা, আমার সুহাসিনী
তোমার টিউলিপ হাসিতে, তোমার সমুদ্র ফেনিল জলরাশির মতো অনুরাগে
রাত হয়ে ওঠে সুনীলের প্রেমের কবিতা।
আমি হই সুনীল
তুমি হও সমুদ্র ঢেউ
হঠাৎই জেগে ওঠে চর
দুবলার চরের মতো,
ওখানেই আমাদের জীবন সঙ্গীত বেজে ওঠে
রিনিঝিনি, রিনিঝিনি।
ফাগুনের অজ্ঞাতবাস যেন চকলেট হয়ে ধরা দেয়
ফাগুনের কনকনে শীত রাত লেপের আদুরে হয়ে ওঠে তোমার উষ্ণ অভ্যর্থনা রাত।
প্রিয়তমা আমি ফাগুন দিনের চেয়ে
ফাগুন রাতকেই ভালোবাসি বেশি
বয়সে ভাটা পড়েছে বটে
মনে পড়েনি, ভালোবাসায় পড়েনি।
ভালোবাসার জোয়ার আছে, ভাটা নেই
ভালোবাসার জন্ম আছে, মৃত্যু নেই।
ফাগুনের রাত সারা বছর থাক
ফাগুনের রাতেই জীবন সঙ্গীত বেজে ওঠে
নজরুলের ' মোর প্রিয়া হবে এসো রানী '
রবি ঠাকুরের ' মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে '
ফাগুনের রাত থাক চিরকাল
প্রতিটি দিন হয়ে উঠুক ফাগুন রাত
চৈতালী চাঁদনি রাতের মতো হেসে উঠুক
সব রাত
তুমি হয়ে থেকো আমার প্রিয় কবিতা
জীবনানন্দের নগ্ন নির্জন হাত।


©মোঃ আব্দুল হাফিজ
১৫/০২/২০২২