বাংলা লতিফা - ৪০


*কবিতা হলো পোড়া হৃদয়ের মলম জাতীয় ঔষধ
কবিতাই পারে জাগাতে অবোধ মনে উষসী বোধ ।


*কবিতা হলো সময়ের সাহসী বীর যোদ্ধা
কবিতার মর্ম বোঝেন , যারা সাহিত্য বোদ্ধা ।


*কবিতা জাগায় মৃতকে , না মরে হারায় যারা বোধ
কবিতা কথা বলে সময়ের মতো , অন্যায় করে রোধ ।


বইঘর
বেনাপোল
০৭/১২/২০১৭