১.
বোবা স্বাক্ষী দেয় কোর্টে
অন্ধ আসামি তাকিয়ে থাকে
রানীর গোসলের ঘাটে।
বহেরা বিচারক শুনে বলে
বুঝেছি ; অন্ধ ব্যাটা জুয়াচ্চোর বটে।


২.
মহারাজ রাজ্য চালায় ভুতুড়ে চৌকাঠে
উজীর কে ডেকে বলে
আকাশে হাতি ওড়ে, মাছ কেন ঘাটে?
উজীরের কপালে হাত
মহারাজার মাথা গেছে
এবার রাজ্য উঠবে লাটে।
এ-সব শুনে প্রজারা সব
কলরব করে -
মহারাজার মাথা গেছে বটে।
শুরু হলো হুলস্থুল কান্ড
দেখিল সবে-
কিছুই বাকী নেই রাজার ঘটে।


৩.
একদিন এক খোলে
বাহিরে গেছিনু হাঁটতে
দেখিনু পথের ধারে
ব্যাড়া হেঁটে গিয়ে
মুখ দিয়েছে ফসলে।
এসব- ই এখন চল
বন্ধুর বেশে শত্রু
গাছ কাটে তলেতলে।  


©Md Abdul Hafiz