খুলে দেওয়া চোখ আবার বন্ধ
রাস্তায় লাশের মিছিল
সময়ের দেহ ধারালো অস্ত্রে ক্ষতবিক্ষত
মধুর বাণী আজ বিষের বাঁশির সুর
মধু হই হই করে, মধু হই হই করে।


ছিটকে পড়ছে শতশত শিশু
যন্ত্র দানবের ধাক্কায়
যন্ত্র দানব চলছে বেপরোয়া, বেশুমার
বাবার হাতে কাফনে জড়ানো লাশ
দু'কেজি, তিন,ছয়, আট
বা খুব বেশি হলে দশ ;
অথচ বাবার কাছে পাহাড় সম ভার!
"বিষ খাওয়াইল্যা কোন কারণে
মধু হই হই করে মধু হই হই করে।"


হাজারো হত্যাকাণ্ডের বিচার
ধর্ষিতার উপরেও অনাচার
হিমঘরে সব জমাট শক্ত বরফ
বেওয়ারিশ লাশের নিচে ঘুনপোকা
মৌয়ালরা বিপদগ্রস্থ হুলের বিষে জর্জরিত
ক্ষেপেছে ডাঁশেরা সব
গান ধরেছে, মধু হই হই করে।


মাঠ আছে ফুটবল নাই
ফুটবল আছে খেলোয়াড় নাই
খেলোয়াড়েরা হয়েছে গায়ক সবে
ধরেছে গান তাই-
বিষ খাওয়াইল্যা কোন কারণে
মধু হই হই করে মধু হই হই করে।


মিথ্যাচার ও অনাচার
মিলিয়েছে হাতে হাত
সত্য গেছে নির্বাসনে
হাততালি বাজে বেশুমার
নীলঘন আসমানে
দূর থেকে ভেসে আসে সেই সুর
মধু হই হই করে মধু হই হই করে।


কত বোকামী চলছে
খবরে বলছে
মন্ত্রী বরখাস্ত বুলগেরিয়ায়
জন্মের বোকা তারা
আমি গান গেয়ে উঠি স্বপ্নঘোরে
মধু হই হই করে মধু হই হই করে!


নদী শুকিয়ে মরে, নদী রক্তে মরে
নদীর কূলকিনারা কেঁদে মরে
কালা জ্বর গায়ে নিয়ে
মাঝি ধরেছে সেই গান
মধু হই হই করে মধু হই হই করে।


শিশু মরে রাস্তায়, মরে স্কুলেও
বাসের চাপায়, ব্যাগের ভারে
শিক্ষার চাপে মন মরে
মাষ্টার মশাইরা গেছে রসাতলে
বই ব্যবসা জমজমাট
প্রকাশক গান ধরে
আহা আজি এ বসন্তে............
কত টাকা আসে, কত লাভ হয়
আহা আজি এ বসন্তে...............


আমি বেচারা, গোবিন্দ গনেশ
মূর্খ মানব এক
জানি না কোন ফ্যারপ্যাঁচ
মনের সুখে তাই গান গাই
মধু হই হই করে মধু হই হই করে
কোন কারনে বিষ খাওয়াইল্যা.............


#বেনাপোল
১৭ভাদ্র,১৪২৫
০১/০৯/২০১৮