মৃত্যু তুমি নিষ্ঠুর,
তুমি সত্য ও সুন্দর।
কোথায়,
তুমি নেবে আমায়?
আছে কী সেথায় কোকিলের গান,
ভোরের শিশির ভেজা হাতছানি ভালবাসার।
তবু তুমি , নেবে আমায়!
আছে কী সেথায়-
কিশোর-কিশোরীর কণ্ঠে
"আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি"
রবী ঠাকুরের অবিনাশী গান।
আর ডি এল রায়ের অমৃত সুধা-
"এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ,
সকল দেশের রানী সে যে
আমার জন্মভূমি।"
বই পড়তে ভালবাসি খুবই।
বই-এর শুঁটকে গন্ধটাও আমার খুবই প্রিয়। জুটবে তো সেথায় ?
শুঁটকে গন্ধযুক্ত সে বইগুলো-
আমার প্রিয় উপন্যাস , প্রফুল্ল রায়ের "মহাযুদ্ধের ঘোড়া" ও সমরেশের "গর্ভধারিনী "।
রবী ঠাকুরের গীত বিতান,নজরুলের "সঞ্চিতা ",শেক্সপিয়ার রচনা সমগ্র  ও আরো সব কবি ও লেখকদের লেখা ।


বলো, নিষ্ঠুর মৃত্যু ;
তুমিই বলো!
মা কী ডাকবে আমায়-
বলবে কী?খোকা সোনা , গেলি পড়ে!
আয়,কাছে আয়
ব্যাথা পেলি কোথায়?
বাবা কী ঘাড়ে নিয়ে
হাঁটবে এ ঘর ও ঘর
হাত ধরে হাঁটাবে কী বাজারময়?  
"একমাত্র কন্যা আমার
বারবার ডাক দেয়;
বাবা ও বাবা
যখন কাক ডাকা ভোর;
বিছানা ছেড়েই বলে ওঠে
"ওঠো বাবা,খোলনা দোর।"
পিতা-কন্যার পবিত্র ভালবাসা;
প্রতীক্ষারত অভূক্ত স্ত্রীর ভালবাসা, যা কেবলই প্রেমময়।
একমুঠো ভাতের জন্য দিন-রাত পরিশ্রম করা শ্রমিকের ও বাপজান বলে অন্তরের ডাক-হাঁক,
তাদের কাছে যাবার তরে
ভাবাবে কী আমায়?
মৃত্যু, হে নিষ্ঠুর মৃত্যু
পিতৃ-মাতৃহীন শিশুদের দেখলেই আমার মন কেঁদে উঠে ।
তাদের তরে সময় কাটাতে খুবই ভালোবাসি এবং সপ্তাহে অন্তত একবার ।
ও আমার সত্য-সুন্দর মৃত্যু ,
তুমিই বলো !
থাকবে তো সেথায় -
সেই সব সুন্দর মুখগুলো ।
তুমি ছাড়বেনা জানি
তবু আমার এটুকু মিনতি-
ভালবাসাহীন করোনা আমায়!
আমিতো ভালোবাসাহীন হতে চাই না !


বেনাপোল
০২/০১/২০১৫