প্রিয়তম
মুক্তির আশ্বাস কোথায়?
সে-ও তো আমি জানি না।
এটুকু জানি -
অল্পে পরিতুষ্টির মাঝে আছে শান্তি
আছে নব জীবনের সুবাতাস।
প্রিয়তম
তোমার কথা মাঝে মাঝে খুব দুর্বোধ্য লাগে
কবিতা যখন লিখছই একটু সহজ করেই লিখ, প্লিজ।
কবিতার ভাষা যত প্রাঞ্জল
ততই সেখানে সাধারণ পাঠকের মঙ্গল।
চড়া ভাষায় লিখে যাও
পাঠক যদি সবটুকু না বুঝে?
তুমিতো বেশ জান বাংলায়
আমাদের নাজুক অবস্থা!
আচ্ছা, সে যাই হোক
লিখে যাও আরো
তোমার কবিতা পড়ে হৃদয়মাঝে
কাঁপুনি আসে, হয় জড়ো-সড়ো।
আশ্বাসের বুলি কপচিয়ে
অভ্যস্ত নই আমি -
এটুকু বুঝেছি এ জগতে  
কেউ কারো নয়
সবই মিছে ও ফাঁকি।
তুমিও মনে রেখো
যদি তোমার কাঙ্খিত আশ্বাস
পেয়ে যাও
তবে আমার হাতটা
ছেড়ে দাও।
ছেড়ে না দিলে
প্রেম অনলে জ্বলবে তুমি।
প্রিয়তম ----
মুক্তির আশ্বাসের জায়গাটা যে
জীবনের শেষ নিঃশ্বাস!


© Md Abdul Hafiz