এখনো ভুল হয়
অফিস শেষে মাঝেমাঝে লালমিয়া মার্কেট চলে যায়
বলতে পারিস, এটাও একটা মনের ভুল।


দোকানে দোকানে ঝুলে থাকা
ছোট ছোট পোশাক আমাকে হাতছানি দেয়
নেড়ে চেড়ে দেখিও ;
হঠাৎই সম্মিত ফিরে আসে
তুইতো বড় হয়ে গেছিস!


তোর কচি, ছোট হাতের স্পর্শ
আমার হাতেই যে লেগে থাকে!


এখনো আমি চমকে জেগে উঠি
ঘুমের ঘোরে হাতড়িয়ে দেখি বিছানের তল
তোর যে বিছানা থেকে পড়ে যাওয়ার অভ্যাস।


তুইও কী এখনো অনুভব করিস আমার নির্জন হাত?
আমার ধনী হাত দু'টি যে এখন খুবই নির্জন!


তুই যত বড়ই 'হ' না
তুইতো সবসময়ই সেই দুষ্টুমিতে ভরা ছোট্টটি আমার।


#বেনাপোল
১০ বৈশাখ, ১৪২৫
২৩/০৪/২০১৮