অন্যায় ও পাপ - এ দু'য়ের পার্থক্য করে অতি ধান্দাবাজ লোকেরা।
তারা বলে অন্যায় হলেও পাপ লঘু হয়েছে ; লঘু ও গুরু নিয়েই ভাবে।
ভাবতে ভাবতেই জীবনের চারভাগের তিনভাগ শেষ করে ফেলে। ভালো কাজ তাদের দিয়ে আর হয় না। সমাজকে ছোট করে দেখে তারা। মনে করে টুপি মাথায় সিজদাহ্ দিয়েই সব জয় করে ফেলবো। সিজদাহ্ অত সহজ নয়। সিজদাহ্ দেওয়ার যোগ্যতা অর্জন অর্জনের ব্যাপার। কবিতা মুখস্থ করার মতো নয়। তার জন্য অন্তর কলুষ মুক্ত হতে হয়। আত্মশুদ্ধি বড় প্রয়োজন এখানে। আত্মশুদ্ধি হঠাৎ করে হয়না। নিজেকে পুড়িয়ে পুড়িয়ে, জ্বলে জ্বলে ভিতরের বোধকে জাগিয়ে আত্মশুদ্ধিতা অর্জন করতে হয়। আত্মশুদ্ধিতার জন্য মানুষকে ভালোবাসতে জানতে হয়। শ্রেণিবিভাজন না করে মানুষকে ভালোবাসতে হয়। সৃষ্টিকর্তার আনুকূল্য পেতে হলে মানুষ ও প্রাণী কে ভালবাসতে হবে। মানুষকে ভালোবাসায় মানুষ হয়ে জন্ম নেওয়ার স্বার্থকতা। সৃ্ষ্টিকর্তার কৃপা লাভ করতে হলে মানুষকে ভালোবাসতে হবে আগে।


#চাপাই_নবাবগঞ্জ
১২/১২/২০১৮