আমি খুব একটা ইমপালসিভ নয়
আমি জানি প্রত্যেকটা ঘটনার পেছনে বিজ্ঞান থাকে
তবুও কিছু বিষয় আমার বোধকে
চরমভাবে নাড়া দেই
যেমন ধরুন, আমার মেয়েটা একবার খুব ভয় পেয়েছিল
কোনভাবেই তাকে স্বাভাবিক করা সম্ভব হয়ে ওঠেনি
অনিচ্ছাসত্ত্বেও কোন এক বড় হুজুর দিয়ে দোয়া পড়িয়ে ফুঁ দিয়ে নিয়েছিলাম
আশ্চর্য হলেও সত্যি ফিরে আসার পর থেকেই সে স্বাভাবিক হয়েছিলো
আমি ছোটবেলায় বাইরে বের হলেই কুকুর তাড়া করতো
তাই আমার মা আমাকে একটা দোয়া শিখিয়েছিলেন
আমি কুকুর দেখলেই সে দোয়া পড়তাম
আর তখনই কুকুর আমার থেকে শত হাত দূরে চলে যেতো
আমি অবাক হয়ে যেতাম
বড় হয়ে আধুনিক চেতনায় সে ব্যাপারগুলোকে অবজ্ঞা করতাম
কিন্তু কতদিন আর অবজ্ঞা, হঠাৎই ছেলেটার জ্বর আসলো বড় ডাক্তার দেখিয়েও সে জ্বর নামানো সম্ভব হলো না
ছেলেটার নানা নানী অস্থির হয়ে গেল
কোন এক মাওলানার কাছ থেকে দোয়া শিখে মেয়েকে পড়ে আমার ছেলেটার গায়ে ফুঁ দেওয়ার পরামর্শ দিলেন এবং তা যথারীতি প্রয়োগ হলো
আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার বোধ
ভোঁতা হয়ে গেল
দেখলাম চোখের সামনেই
একেবারে আমার সমস্ত আধুনিক চেতনা বধ করে ছেলেটার শরীর থেকে জ্বর উধাও হয়ে গেল
এমন ধরনের অলৌকিক ঘটনা ঘটে চলেছে পৃথিবীজুড়ে
লৌকিক চেতনার বাইরে অলৌকিকিতা আছে নিশ্চয়ই
আমি এখন আর অলৌকিকত্বের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াতে পারিনা
বিজ্ঞান সে তো আছেই, বিজ্ঞানের বাইরেও অবিজ্ঞান আছে
এবং এ অবিজ্ঞান আবিষ্কার করার ক্ষমতা বিজ্ঞানের নেই
শুধু মানুষ জাতি রহস্যময় ব্যাপারগুলো নিয়ে বাইপোলার চিন্তাভাবনায় ডুবে থাকবে পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত।


#বেনাপোল
১৩১২২০১৮


Md Abdul Hafiz