ওরে, কে তুই অভাগা
ফাগুন ছেড়ে, বসন্ত ছেড়ে
হলি এ দেশ থেকে ভাগা!


জীবনে কি স্বাদ পেলি
গ্রীষ্ম, বর্ষা, শরতের
সৌন্দর্য অবহেলি।


হারালি তো জীবন ছন্দ
হেমন্তও পেলিনা
পেলি না অগ্রহায়ণে
আমনের মৌ মৌ গন্ধ!


মিষ্টি ভাষা বাংলা ছেড়ে
বলিস কথা অন্য ভাষায়
অন্তরহীন,  বেসুরো গলা হেঁড়ে।


সোঁদা মাটির গন্ধ ছাড়া
প্রাণে কী থাকেরে প্রাণ?
বিদেশে থেকে আওড়াস বুলি
দেশপ্রেম!  মাতৃভক্তি! ওরে, ও, হতচ্ছাড়া।


বেনাপোল
০৫/০২/২০১৮
পুনশ্চঃ এ কবিতা তাদের উদ্দেশ্যে নয়,  ষারা বেকারত্ব
ঘুঁচাতে দেশের বাইরে হাড়ভাঙ্গা পরিশ্রম করে রেমিটেন্সে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।