শেখ মুজিব
একটি দেশের নাম
একটি বাঙালি জাতি সত্তার নাম
একটি মানচিত্র বাংলাদেশের
একজন শ্রেষ্ঠ আবৃত্তিকারের নাম
একটি মৃত্যুহীন প্রাণের নাম
"এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম "
তাঁর ক্ষুরধার বক্তব্য মানেই একটি সুন্দর কবিতা
শেখ মুজিব
একটি শ্রেষ্ঠ মহাকাব্যের নাম অসাম্প্রদায়িক চেতনার নামইতো শেখ মুজিব
একটি উদার মনের মানুষ মানেইতো শেখ মুজিব
লক্ষ কোটি মানুষের হৃদয়ে হৃদয়ে উচ্চারিত একটি নাম
দেশের তরে যার যৌবন হয়েছে শেষ
যার জীবনের সুবর্ণসময় কেটেছে কারাগারে
রাষ্ট্রীয় নিপীড়ন কেড়ে নিয়েছে যার জীবনের অর্ধেক
তার নাম শেখ মুজিব
তিনি বড্ড বেশি ভালবাসতেন মানুষকে
একটি মমত্ববোধের নামইতো শেখ মুজিব
একজন রাজনৈতিক প্রকৌশলীর নামইতো শেখ মুজিব
যিনি সুকৌশলে নির্মাণ করেছিলেন স্বাধীনতা
যিনি স্বাধীনতা এনেছেন বাঙালির জন্য
কিন্তু স্বপ্নের স্বাধীন দেশে বাঁচতে দেয়নি
তাঁর জীবন কেড়ে নিয়েছিল প্রতারক স্বপ্নের ছোবল
একজন বিশ্বস্ত বন্ধু মানেইতো মুজিব
আর তাইতো একজন বঙ্গবন্ধুর নাম শেখ মুজিব
যাকে দিয়েই ইতিহাসের জন্ম
স্বাধীন বাংলাদেশের জন্ম
যিনি জন্ম দিয়েছেন বাঙালি জাতিসত্তার ।
১৪/০৮/২০১