এত ভালবাসা !
এযে গুরুভার , পারব কী বইতে ?
সখি , এত ভালবেসোনা মোরে
যদি দিয়ে ফাঁকি পালাই বহুদুরে
কোন এক অজানাই নিজেরই অজান্তে
দিয়ে ফাঁকি পালাই যদি
এ কষ্টের ভার পারবে কী সইতে ?
মানুষ হয়ে জন্মালে
ভালোবাসা থাকবেই
ভালোবাসা থাকলে
কষ্টরা সব সামনে ও পেছনে
পেছনে ও সামনে ধাবিত হবেই
জীবন ও যৌবনের মাঝে
প্রতারক স্বপ্নের ছোবল
একদিন নিয়ে যাবেই অজানাতে
নিজেরই অজান্তে ।
চোখের জলে -
ভাসাও যদি মাঠ ঘাট প্রান্তর
খুঁজে পাবেনা কোথাও কোনদিনও
শুধুই স্মৃতিপটে খুঁজে ফিরো
তবু যদি জুড়ায় আর্তনাদে ফেটে পড়া অন্তর ।
প্রকৃতির নিয়ম
জীবন ও মৃত্যুতে অনিয়ম
কেউ আগে আর কেউ বা পরে
হয় তুমি না হয় আমিই
তবু ভালোবাসা থাকবেই
ভালোবাসা !
চীরজীবী সত্য চিরন্তন
মানুষ যাবে হারিয়ে শুধু
হারাবেনা ভালোবাসা
এযে মরেনা -
এর আছে শুধু রূপান্তর ।


বেনাপোল
৩১/০৮/২০১৫