এখন আমি আর নিঃসঙ্গ নই
নিঃসঙ্গ নই বলেই কবিতারা সাড়া দেয়
ভালবাসার খোঁজে বহতা নদীর মতই চঞ্চল ছিলাম একদিন
খরস্রোতের তোড়ে ভাসতে ভাসতে
তোমাকে পেলাম
জীবন নদীতে তুমি ভেলা হয়ে
আমাকে তুলে নিলে
আর আমি পেলাম নবজীবনের হাতছানি
কী ভীষন দুর্বল ছিলাম আমি
ভীতুও ছিলাম বেশ
কম্পিত হাতদু'টি ধরে টেনে তুললে আমায়
তোমার প্রেমাতাপ ও উষ্ণ আলিঙ্গন
নিমিষেই শেষ করে দিল আমার ভয়ানক শীতার্ততা
আমি জানি
প্রেম ও ভালবাসা এক নয়
প্রেম শব্দটি ঘটিতে জল তুলার মত
আর ভালবাসা আকাশের মত বিশাল
যার রয়েছে দিগন্তের পর দিগন্ত
আমি আজ সে ভালবাসাতেই সিক্ত
তুমি আমার সাথে রয়েছ
আমি তোমার সাথে আছি থাকব চিরকাল
আমাদের সাথে রয়েছে আমাদের ভালবাসার ফসল
যারা সেতুবন্ধন হয়ে আমাদের অনুপ্রেরণা যোগায়
শক্ত করে ভালবাসার ভীত
তুমি পাড়ি দিতে পার এক সীমাহীন সমুদ্র
উঠতে পার বিশাল পাহাড় বেয়ে বেয়ে
তাইতো সবই অকল্পনীয়
তুমি ছাড়া আমি
আমি ছাড়া তুমি
আমরা দু'জনেই - আমাদের সেতুবন্ধন ছাড়া