অত এবং অতঃ বুঝি না
আমি বুঝি না অতর্ক এবং অতর্ক্য
কঠিন কিছু বুঝি না
সরলের সাথে চলতে চাই
সরল যদি জটিল হয়
অন্য পথে হাঁটতে চাই।
খুব বেশি চাওয়া নয় আমার
সামান্য, একেবারে সামান্য।
কোন একদিন হতে চাই সন্ধ্যার পাখি
উড়ে যেতে চাই গোধূলির আলোয়
তুমিও পাখি হলে ভালোই হয়
একসাথে ডানা ঝাপটিয়ে
নেমে পড়বো কোন নদীর তীরে।
রাত নেমে এলে অন্তঃস্থ কোন এক
ডালে রাত কাটাবো ডাহুকীর সাথে।
স্নিগ্ধ ভোরে অসভ্য নাগরিকের তাড়া খেয়ে ফিরে যাব কোন অন্তস্থ ঠিকানায়।
বলো, যাবে আমার সাথে পাখি হয়ে?
পাখি হয়েও একলা জীবন শূন্য
একলা জীবন চাইনা আমি
ব্যকরণিক জটিলতায় পূর্ণ একলা জীবন
এ দায় থেকে মুক্ত বিহঙ্গ হতে চাই
তোমার সাথে।


©
20221130